বাকলিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় সুফিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার ২৫ জুন দিবাগত রাতে রাজাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সুফিয়া খাতুন আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার মৃত দুদু মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, শুক্রবার রাতে বাকলিয়ার রাজাখালী থেকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।