বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ মামার বাড়ির কোনো আবদার নয়, চাইলেই কাউকে নিয়োগ দেয়া সম্ভব বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সচিব ড. এ টি এম মাহবুব-উল করিম। বুধবার তৃতীয় গণবিজ্ঞপ্তির নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি এমন কথা বলেন।
সচিব মাহবুব-উল করিম বলেন, রিটকারীদের আইনজীবীরা বলছেন, মানবিক জায়গা থেকে আড়াই হাজার শিক্ষককে নিয়োগ দিতে হবে। এটাতো কোনো মামার বাড়ির আবদার নয় যে, চাইলেই কাউকে নিয়োগ দিয়ে দেয়া হবে। এখানে মেধার জায়গা। যারা মেধায় এগিয়ে থাকবেন তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।সবটুকু জানতে ক্লিক করুন