সাতকানিয়া থানার এসআই( নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া থানাধীন তেমোহনা এলাকায় মেসার্স নিজাম উদ্দিন এলপিজি পেট্টোল পাম্পের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে নোহা মাইক্রোবাসের সীটের নীচে চেসিস কেটে তৈরী করা চ্যানেলে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ১৭,০০০ (সতের হাজার) পিস ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ ১। মোহাম্মদ (২৯), ২। মোঃ নুরুল কবির (২৪), ও ৩। দিলুয়ারা বেগম (৩৫)দেরকে গ্রেফতার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন এ সংক্রান্তে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।