ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রী পর্যায়ের বৈঠক করেছে ভারত এবং আফ্রিকান রাষ্ট্র বতসোয়ানা। বৈঠকে দু দেশের মধ্যকার স্বাস্থ্য, বাণিজ্য, শিক্ষা এবং প্রতিরক্ষা খাত সহ সকল খাতে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা পূর্বক কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে সম্মত হয়েছে দু দেশ।
গত ১৭ জুন, বৃহস্পতিবার, ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ এবং বতসোয়ানার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. লেমোগাং কাওয়াপ এর নেতৃত্বে উক্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় নিজের বক্তব্যে ২০১৮ সালে বতসোয়ানা ভ্রমণের স্মৃতিচারণ করেন মুরালিধরন।
আলোচনাকালে, বতসোয়ানার তরুণদের দক্ষতা উন্নয়নে প্রতিবছরই ভারত সরকার কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপ এবং সহযোগিতার জন্য বতসোয়ানা সরকারের পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী কাওয়াপ। পাশাপাশি দেশটির শিক্ষা খাতে ভারত পরিচালিত ই-বিদ্যা এবং স্বাস্থ্য খাতে ই-আরোগ্য কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন তিনি।
পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিকল্পে শীঘ্রই উচু স্তরের আলোচনা এবং সফর আয়োজনে সম্মত হোন দুই মন্ত্রী।