গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলার উপদেষ্টা আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর একনিষ্ট মুরিদান খায়ের আহমদ সওদাগর (৭৫) ১৯ জুন শনিবার দুপুর ১২.৩০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। মাত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। ঐদিন রাত ৯টায় সৈয়দপুর তৈয়্যবিয়া কমপ্লেক্স ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার, বোয়ালখালী উপজেলার সভাপতি নুরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, তৈয়্যবিয়া কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সালাউদ্দিন শোক প্রকাশ করেন
এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।