বিনোদন রিপোর্টারসম্প্রতি ‘কতটা ভালোবাসি’ শিরোনানের নতুন একটি গান প্রকাশ পেয়েছে ৷ গানটিতে কণ্ঠ দিয়েছেন জেকি কবির, কথা লিখেছেন রেজওয়ান আহমেদ পিয়াল, সুর ও সংগীত করেছেন মশিউর বাপ্পি ৷‘বি এন্টারটেইনমেন্ট’ টিম এর পরিচালনায় গানটিতে জুটি বেঁধেছেন নাঈম খান হিমেল ও অদ্রিতা আসমা। গানটি প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছেন গানের সাথে যুক্ত সকলই ৷