জি-৭ ভূক্ত শীর্ষ দেশগুলো টিকা তৈরীর কাঁচামাল রপ্তানীতে নিষেধাজ্ঞা বহাল রাখায় মধ্যম আয়ের দেশ গুলোতে ভ্যাকসিন উৎপাদন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রোঁ।
গত ১১ জুন, শুক্রবার, যুক্তরাজ্যের কর্ণওয়ালে জি-৭ শীর্ষ সম্মেলন শুরুর ঠিক পূর্বে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
ম্যাক্রোঁ বলেন, “যেমনটা আমরা সবাই জানি যে, জি-৭ ভূক্ত বেশ কয়েকটি দেশ টিকা উৎপাদনের কাঁচামালের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখছে, যা মধ্যম আয়ের দেশগুলোতে টিকার উৎপাদনে সরাসরি বিঘ্ন ঘটাচ্ছে।”
এসময় নিজ বক্তব্যের উদাহরণ হিসেবে, ভারতের প্রসঙ্গ টানেন ফরাসী প্রেসিডেন্ট। তিনি বলেন, “জি-৭ প্রদত্ত রপ্তানী নিষেধাজ্ঞার কারণে ভারত, বিশেষ করে ভারতের সেরাম ইন্সটিটিউট এর ভ্যাকসিন উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।”
টিকা উৎপাদন বৃদ্ধি, কাঁচামাল রপ্তানীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং টিকার মেধাস্বত্ত্ব সাময়িক প্রত্যাহার সম্পর্কিত ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রস্তাবের উপর শীঘ্রই একটি চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ম্যাক্রোঁ। পাশাপাশি নিজের সমর্থনও ব্যক্ত করেন তিনি।