মইজ্যারটেক এলাকা থেকে ১৪ শ পিস ইয়াবাসহ মোঃ আবু তাহের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(১৩ জুন) বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু তাহের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বড়গোয়ালি গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র। তার বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল রবিবার আদালতে প্রেরণ করেছে বলে জানায় পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৪ শ পিস ইয়াবাসহ আবু তাহের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিক্রির উদ্দেশ্যে মাদক গুলো কুমিল্লায় নিয়ে যাচ্ছে বলে জানায়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।