শাশুড়ি বকাঝকা করায় অভিমানে নাসরিন আক্তার (২১) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ১২ জুন দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী থানার মইজ্জারটেক মাইজা ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নাসরিন আক্তার ওই এলাকার মো.আল আমিনের স্ত্রী।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, নাসরিন আক্তার নামে এক গৃহবধূকে শাশুড়ি বকাঝকা করলে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়িতে বিষপান করেন। এ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।