রাজশাহী প্রতিনিধি
দিন যতই যাচ্চে করোনা মৃত্যু ততোই বাড়ছে। ১১ জুন রাজশাহী হাসপাতালে একদিনে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে ।বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৬জন ও নাটোরের ১ জন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত এবং ৮ জন করোনা উপসর্গ নিয়ে রাজশাহী হাসপাতালে ভর্তি ছিলেন।
এই মৃত্যু মিছিলকে প্রতিরোধ কল্পে, বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা সভায় শুক্রবার (১১ জুন) বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় কঠোর লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসন।
সভায় জানানো হয়, করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ রাজশাহী মহানগরীতে লকডাউনের কঠোর বিধিনিষেধ প্রজ্ঞাপণ জারি করে স্থানীয় প্রশাসন।
শুক্রবার বিকেল ৫ টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কঠোর লকডাউন কার্যকর হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনের সময় সব দোকানপাট ও যানচলাচল বন্ধ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ থেকে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। রাজশাহী থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। তবে রোগী ও অন্য জরুরি সেবাদানকারীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। সভায় বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ জেলা প্রশাসনের ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।