আসছে ২০ জুন রবিবার এই উপমহাদেশের আধ্যাত্নিক সাধক পূণ্যভুমি আনোয়ারায় অবস্হিত শাহ মোহছেন আউলিয়ার বার্ষিক ওরশ শরীফ বটতলী মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এই ওরশ শরীফ এই জনপদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে ৭০০ শত বছর ধরে উৎযাপিত হয়ে আসছে।এ উপলক্ষে এই অঞ্চলের পাঠক প্রিয় পত্রিকা সাপ্তাহিক পূর্ব বাংলা একটি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্দোগ গ্রহণ করা হয়েছে। এই সংখ্যায় বিশেষ লেখা, নিবন্ধ প্রকাশ করা হবে । এতে আপনিও লিখতে পারেন। সংখ্যাটি অনলাইন, ইপেপার ও প্রিণ্ট ভার্সনেও পাওয়া যাবে।
এই ব্যাপারে সকল মহলের শুভ দৃষ্ঠি কামনা করা হয়েছে। সম্পাদক/ সমন্বয়ক
০১৭১৮ ৩১৩৪৪৪, ০১৮১৪ ৩৯১৭৮১
সাপ্তাহিক পূর্ব বাংলা ( www.purbobang,net)