পতেঙ্গার ছড়িহালদায় রমরমা জুয়ার আসর চলে দিন- রাত। গোটা চট্টগ্রামের জাত জুয়ারুরা এখানে দিনের ১১টায় আসে ও রাত ১২টা পর্যন্ত জুয়া খেলে। শতকরা হিসেবে ৫থেকে ৮জন জিতলেও বাকীরা সর্বস্ব হারিয়ে পেলে।এভাবে দিন দিনকে বহু মানুষ এখানে এসে সব হারিয়ে ফকির হয়ে যাচ্ছে। ফলে এসব জুয়ারুদের ঘরে লেগে আছে। মরণ নেশা এ খেলায় এসব জুয়ারুর অনেকে সংসার বিমুখ হয়ে যায় ।অনেকের বউ চলে যায় আবার অনেকে বউকে তালাকও দেয়। এসব পরিবারের ছেলে মেয়েরা বিপথে চলে যায়। অভিশক্ত এইপেশাকে জিইয়ে রাখে কতিপয় মুখোশধারী নেতা। পর্দার আড়ালে থেকে এসব নেশা নিয়ন্ত্রণ করে নিজেরা হাতিয়ে নেয় বিপুল টাকা।
আমাদের অনুসন্ধানে দেখা গেছে , পতেঙ্গার ছড়িহালদা দুই ওয়ার্ডের সীমান্তবর্তী একটি স্পট। এটি উত্তরে উত্তর পতেঙ্গা আর দক্ষিনে দক্ষিন পতেঙ্গা ওয়ার্ড। দুই ওয়ার্ডের দুই কমিশনার ক্ষমতাসীন দলেরই সমর্থক। দুই জনের ব্যাপক জনপ্রিয়তা আছে , আছে বিরোধী লোকজনও। পক্ষের লোকেরা পক্ষে বলে আর বিপক্ষের লোকেরা বলে বিপক্ষে। এই দশা এখন দেশের সবখানে।
এই দুই ওয়ার্ড কমিশনারের নামে জনৈক জামাল এ অপকর্ম জুয়ার আসরটি পরিচালনা করে। জামাল ব্যবহার করে ০১৯১৪৫২৮৯৩০ নাম্বারে ফোন করলে সে স্বীকার করে বলে কাদের নিয়ন্ত্রণ এটা হচ্ছে তা যাচাই করে রিপোর্ট করতে পারেন।