চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে ৪ জনের করুণ মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহতরা হলেন, চক কাপাসিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্তা খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)।
ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলেন বলে জানা গেছে।
পিরোজপুর
স্বরূপকাঠিতে বজ্রপাতে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০)।
মাদারীপুর
শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব দোতারা এলাকার মোল্লাকান্দী গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে।
ফরিদপুর
চরভদ্রাসনে আজ সোমবার বিকেল ৪টার দিকে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামাণিক (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী শামসু মণ্ডলের একমাত্র ছেলে।
মেহেরপুর
মুজিবনগরে বজ্রপাতে উকিল (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উকিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত তেঁতুল হোসেনের ছোট ছেলে।