রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম মহিউদ্দিন জীবনের চাচা ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম খোরশেদ আলম জিকু পিতা আলী আহমদ সওদাগর (৭৯) ৬ জুন বিকাল ৩.৩০ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাইল্লাহি—রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতিন সহ অসংখ্য গুণগ্রাহী রেখেযান। মরহুমের নামাজে জানাজা ৭ জুন সকাল ১০টায় হলদিয়া ৬নং ওয়ার্ডস্থ গজ্জানিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। মরহুমের ইন্তেকালে বিএনপি জাতীয় নির্বাহি কমিটি ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, রাউজান উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।