আশরাফ উদ্দিন, মিরসরাই
মিরসরাইয়ে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ জুন) সকাল দশটায় এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মিরসরাই স্টেডিয়ামে প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলন,চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া সহ মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামচন্দ্র পোদ্দার জানান, উপজেলা প্রাণি সম্পদ অফিস মিরসরাইয়ের প্রাণী খামারীদের মাঝে পশু পালনে বিভিন্ন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে ও উন্নজাতের প্রানী পালনে উদ্ধোদ্ধ করতে এই প্রদর্শনি। প্রদর্শনীতে ৫ শ্রেণীর বিভিন্ন প্রজাতির ৪০টি প্রতিষ্টান অংশগ্রহণ করে তাদের প্রতিষ্ঠানের সেবা সমূহ প্রাণী খামারীদের কাছে প্রদর্শন করেন।