মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে ফোনালাপ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত করোনা ভ্যাকসিন সংশ্লিষ্ট বিষয়েই কথোপকথন করেন দুই নেতা। ৩ জুন, বৃহস্পতিবার, দুজনের মধ্যকার ফোনালাপটি সম্পন্ন হয়। বৈঠকের পর এক টুইটের মাধ্যমে কমলা হ্যারিসের প্রতি কৃতজ্ঞতা জানান মোদী।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানা যায়, ভারত সহ বিশ্বব্যাপী সঙ্কটাপন্ন অবস্থানে থাকা রাষ্ট্রসমূহে ভ্যাকসিন পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। এ বিষয়েই কথা বলতে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন মার্কিন উপ-রাষ্ট্রপতি।
উক্ত টেলিফোন বৈঠকে, সঙ্কট মুহূর্তে পাশে থেকে সহযোগিতা করায় মার্কিন প্রশাসন, সেদেশের বেসামরিক জনগণ ও ব্যবসায়ী এবং প্রবাসী ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।
সম্প্রতি, বিশ্বের বিভিন্ন দেশে টিকা সরবরাহ করতে ‘কোভ্যাক্স’ নামে একটি প্রকল্প চালু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই প্রকল্পের আওতায় নিজেদের উদ্বৃত্ত টিকার ৭৫ শতাংশ বন্ধুপ্রতীম দেশগুলোতে পাঠাবে বাইডেন-হ্যারিস প্রশাসন। এর মাধ্যমে ভারতও প্রচুর টিকা পাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাপী প্রায় ৮ কোটি ডোজ টিকা ভাগ করে নেয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন। এর মধ্যে প্রথম ২.৫ কোটি ডোজ টিকার বন্টন পরিকল্পনা চূড়ান্ত করে গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়, যার প্রায় ১.৯ কোটি ডোজ ‘কোভ্যাক্স’ প্রকল্পের আওতায় বিতরণ করা হবে।
টেলিফোন বৈঠকে ভারতে ভ্যাকসিন তৈরীর বিষয়েও আলোচনা করেন দুই শীর্ষ নেতা। তাছাড়া, দু দেশের মধ্যকার সম্পর্ক জোরদারেও কথা বলেন তাঁরা।