লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীর হাটে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশে সরকারি খাল দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করছে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেলের নেতৃত্বে এসব দখল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দোকান প্রতি যুবলীগের নামে ৫০ হাজার টাকা নেয়া হচ্ছে বলেও স্থানীয় অভিযোগ।
এছাড়াও মিয়া ব্যাপারী, শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন ও আমজাদ হোসেনসহ বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই।
জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, গতকয়কদিন ধরে খালের উপর দোকান নির্মাণ করছে। তাদের বৈধ কোন কাগজপত্র আছে কিনা আমাদের জানা নেই।
অভিযুক্ত মিয়া ব্যাপারী বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করে দোকানঘর করছি। কে আমাদেরকে বাধা দিবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ করাতে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে বাজারে হাটু পরিমান পানি হয়ে থাকবে। এতে জনদূর্ভোগ দেখা দিবে।