মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান সোনার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৌগাছী গ্রামের আবুল সোনারের ছেলে।
আজ শনিবার সকাল ৮.৩০মি: সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছিলেন স্ত্রী আদরী বেগম (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ মে) সকাল ৮.৩০মি:সময় স্বামী-স্ত্রী মিলে নিজ বাড়ির টিনের চালা নিমাণের কাজ করছিলেন। ওই সময় স্বামী-স্ত্রী দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাদেরকে উদ্ধার করে নওদাপাড়া ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান সোনারকে মৃত ঘোষণা করেন।তার জানাজা ৫.৩০মি: পারিবারিক গোরস্থানে সমপূর্ন হয়। তার মৃত্যে শোকের ছাড়া নেমে এসেছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।