এম.এ. আলম শুভ
সম্প্রতি প্রকাশ পেয়েছে ইমরান এইচ এর কণ্ঠে ‘রক-রবীন্দ্র’ নাটকের গান ‘তোমার মন ছুঁয়ে’। প্রায় তের বছর পর মহিদুল মহিমের নাটকের জুটি বেঁধেছেন অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। সেই নাটকে গান গেয়ে ইতিমধ্যে প্রশংসায় ভাসছেন ইমরান এইচ। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ, সুর ও সংগীত করেছেন আভরাল সাহির।
গানটি সি এম ভি ব্যানারে প্রকাশ হওয়ার পর থেকে ভালো সাড়া পাচ্ছেন। ইউটিউব চ্যানেলে শ্রোতাদের ভালো ভালো কমেন্টেসে বুঝিয়ে দিচ্ছে ভালো লাগা ইমরান এইচ এর আরো গান চান শ্রোতারা। নাটকের গানটি ব্যাপকভাবে সাড়া পাওয়ার তিনি নিজেও অনেক খুশি। ভবিষ্যতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে চান বলে জানান তিনি৷