এম.এ. আলম শুভ
বর্তমান সময়ের একজন ব্যস্ততম সংগীত পরিচালক ও শিল্পী আভরাল সাহির৷ যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। নাটকের গান ও আবহ সংগীত করা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি ৷ ঈদে তার সুর সংগীত ও কন্ঠে অনেক গুলো নাটক মুক্তি পায় যার গানের সাথে আবহ সংগীতও তার করা।
ঈদে মুক্তি পেয়েছে তার বেশ কিছু নাটক। তার গাওয়া গানের মধ্যে আমি প্রেম করবো নাটকে ‘থেকো পাশে,ক্রেডিট শো নাটকে ‘ভুল থেকে শুরু,রক রবীন্দ্র নাটকে ‘তোমার মন খারাপে’ শিরোনামের গান গুলোতে তিনি কন্ঠ দেন৷ গান গুলোতে যৌথ কন্ঠ দিয়েছেন কনা, সাকী ও পড়শী। গান গুলোর কথা লিখেছেন এম এ আলম শুভ। সব কটা গানের সুর ও সংগীত করেছেন আভরাল সাহির নিজেই৷ নাটক গুলো পরিচালনা করেছেন মহিদুল মহিম ও রাইসুল তমাল।
এছাড়া তার সুর ও সংগীতে বেশ কয়টি নাটকে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন শিল্পী। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ‘ডান্সিং কার’ গানটি গেয়েছেন সায়েরা রেজা, মোহন আহমেদ এর পরিচালনায় ‘নাবিক’ নাটকে গেয়েছেন মাহতিম সাকিব, মহিদুল মহিমের পরিচালনায় ‘রক-রবীন্দ্র’ নাটকে গেয়েছেন ইমরান এইচ ৷
গান সুর ও সংগীত করা ছাড়াও তিনি বেশ কিছু নাটকের আবহ সংগীত করেছেন। শিহাব শাহীন এর পরিচালনায় কতিপয় স্বল্প মেয়াদী প্রেম, মাইদুল রাকিব এর পরিচালনায় ‘সালামী, সঞ্জয় সমদ্দার এর অন্ধ, ও সুইট রোবট, মনের ভেতর মন সহ অনেক নাটকের আবহ সংগীত করেছেন৷ বর্তমানে তিনি আরো নতুন কিছু নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।