আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইমামে আহলে সুন্নাত, পীরে কামেল, ওস্তাজুল মুহাদ্দেসীন, সুলতানুল মাশায়েখ, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমীর (রহ.) ১ম সালানা ওরছে পাক আগামী ৩১ মে, ১ ও ২ জুন তিন দিনব্যাপী বায়েজীদ জালালাবাদ হাশেমী নগরস্থ দরবারে হাশেমীয়া আলিয়া শরীফ সম্মুখ ময়দানে অনুষ্ঠিত হবে। ১ম দিবস ৩১ মে সোমবার বাদে আছর রওজা শরীফে গিলাফ ছড়ানো, খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, শজরা শরীফ, মিলাদ-কিয়াম, মুনাজাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিবস ১ জুন মঙ্গলবার বাদে আছর খতমে কুরআন, খতমে সহীহ বুখারী, কসিদায়ে বোরদা শরীফ, মাহফিলে যিকরে মুস্তফা (দ.), মিলাদ-কিয়াম, মোনাজাত, তাবারুক বিতরণ এবং ২ জুন সমাপনী ও প্রদান দিবসে বাদে যোহর খতমে কুরআন শেষে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমীর (রহ.) জীবনীর উপর আলোচনায় অংশগ্রহণ করবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, পেশাজীবী, সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরছে পাক উদযাপন কমিটির পক্ষ থেকে শাহ্ধসঢ়;জাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী বিশেষভাবে অনুরোধ জানান।