বাহরাইন প্রতিনিধিঃ
বাহরাইনে করোনা ভাইরাসের প্রকোপ সাম্প্রতিককালে খুব বেশী বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফের কঠোর লকডাউন ঘোষনা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাহরাইন সরকার করোনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কভিড ১৯ টাস্কফোর্স গঠন ও করোনা ভাইরাসে এই সংক্রমণটি লিমিটের মধ্যে ধরে রাখতে এ জোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাম্প্রতিককালের বাহরাইনে করোনা ভাইরাস এর সংক্রমণ এবং মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বাহরাইন স্বাস্থ্য মন্ত্রনালয়ের কভিড ১৯ টাস্কফোর্স কমিটি কর্তৃক ঘোষনা করেছে ২৬–০৫–২০২১ মঙ্গলবার মধ্যরাত থেকে ১০–০৬–২০২১ শনিবার পর্যন্ত সম্পূর্ণ রুপে বন্ধ থাকবে। সরকারি অফিসের উপস্থিতি পর্যায় ক্রমে হ্রাস করা হবে। বিদ্যালয়গুলিতে দূরবর্তী শিক্ষা অব্যাহত থাকবে।
ইনডোর জিম , স্পা, বীচ, সিনেমা হল,রেস্তরাঁ সহ সমস্ত বাণিজ্যিক মল বন্ধ থাকবে এবং সমস্ত পরিসেবা এবং সেলুন সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। তবে রেস্টুরেন্ট এবং কফি শপ শিসার দোকানের ক্ষেত্রে পার্সেল ও হোম-ডেলিভারী দেয়া যাবে। কভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে যথাক্রমে হাইপার মার্কেট, সুপার মার্কেট, হিমাগার, মুদির দোকান, মাছের দোকান, ফার্মেসি, বেকারি, গ্যাস স্টেশন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এটিএম বুথগুলো খোলা থাকবে।