বাংলাদেশের কাছে বৈদেশিক মুদ্রা ধার চেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে অর্থ ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতিতে পড়েছে শ্রীলঙ্কা।
২০ কোটি ডলারের এই ধার দেওয়ার মধ্য দিয়ে নতুন ইতিহাসের সূচনা হতে যাচ্ছে। কারণ দেশের ক্ষেত্রে অন্য রাষ্ট্রকে ধার দেওয়ার ঘটনা এই প্রথম।
দেশটিকে ২০০ থেকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের অনুমতি পেলেই লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার ধরে তিন মাসের জন্য শ্রীলঙ্কাকে ঋণ দেবে বাংলাদেশ সরকার।