চট্টগ্রাম প্রেস ক্লাবে আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্টের সংবাদ সম্মেলন
মুসলমানদের জানমাল রক্ষা ও নিরাপত্তা বিধানে ব্যর্থতার জন্য বর্তমান জাতিসংঘের বিপরীতে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশ নিয়ে আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা, ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ এবং মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসকে ফিলিস্তিনিদের অধীনে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ নেতৃবৃন্দ। ২৬ মে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে ট্রাস্ট চেয়ারম্যান পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসবাদী উগ্রপন্থি অবৈধ দেশ। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ক্ষমতায় আসতে এবং দুর্নীতির দায়ে জেলে যাওয়া ঠেকাতে ফিলিস্তিনিদের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে শত শত নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে শহীদ করেছে। আন্তর্জাতিক যুদ্ধ আইন লংঘন করে নারী-শিশু ও বৃদ্ধদের পর্যন্ত ওরা হামলা-খুন করার ধৃষ্টতা দেখিয়েছে। তাই, ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে ও বিশেষ আদালতে বর্বরতার দায়ে কঠোর শাস্তি দিতে হবে। তাদের হাত থেকে বায়তুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করতে হবে। ট্রাস্ট চেয়ারম্যান জতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার এবং মুসলিম দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার জন্য ৫৭টি মুসলিম দেশ নিয়ে আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুফাস্সিরে কুরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী ছিপাতলি জামেয়া গাউছিয়া মুঈনীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, অধ্যক্ষ আল্লামা লোকমান চিশতি, আল্লামা এনাম রেজা আলকাদেরী, আল্লামা এ কে এম ইউসুফ আলকাদেরী, মাওলানা কামাল উদ্দিন আজিজি, মাওলানা কাজী শফিউল আজম, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা আব্দুন নবী, মাওলানা মঈনুদ্দিন খান মামুন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মৌলভী মাহবুবুল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা ফেরদৌসুল আলম।