পটিয়ার কমল মুন্সিরহাট এলাকায় লবণবোঝাই একটি ট্রাক থেকে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা।
সোমবার ২৪ ম) রাত দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় অভিযান চালায় পটিয়া থানা পুলিশ। এ সময় ইয়াবার চালান পরিবহনের দায়ে বোঝাইকৃত লবণসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-৩১২৭) জব্দ করা হয়ে।
আটককৃতরা হলেন ট্রাকের চালক মোহাম্মদ মাসুম মিয়া (৪০)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বলাশপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। হেলপার আলো হোসেনও (৩০) একই এলাকার আবদুল খালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
।