আনোয়ারায় বজ্রপাতে দুই ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
আজ সোমবার ২৪ মে ভোর ৪টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া অদুরে চুন্নাপাড়ার গোদারপুল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার উপ পরিদর্শক মো. আব্দুল আলীম।
নিহতদের মধ্যে মো. ইলিয়াছ (৪৫) বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া গ্রামের অছি মিয়ার ছেলে এবং মো. আবুল কাশেম (৪০) একই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তারা রাজমিস্ত্রির কাজ করতেন।
উপ পরিদর্শক মো. আব্দুল আলীম বলেন, ঘটনাটি গতকাল রাতে ঘটলেও ভোর ৪টার দিকে আমাদের কাছে খবর আসে। দুইজনের শরীরে বজ্রপাতে মৃত্যুর আলামত রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।