লকডাউনের মধ্যেও মাদক পাচার থেমে নেই।বাকলিয়া থানাধীন চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় ইয়াবাসহ আজ ১জন আটক হয়েছেন। আটক মোঃ রফিকুল ইসলাম রফিক (১৯) কক্সবাজার জেলার ঈদগা থানার ফকির বাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের আনু মাস্টার এর বাড়ির ভাড়াটিয়া মৃত আমির হাকিমের ছেলে।
এক হাজার নয়শত পঁচাত্তর পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম আটক হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর তত্বাবধানে পাচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে এই কারবারী আটক হন। এই বিষয়ে তপন কান্তি শর্মা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।