চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. জসিম (৪২) নামের এক দোকানি আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (২১ মে) বেলা ১টায় কলসিদিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। জসিম পটুয়াখালী ভাওয়াল উপজেলা দাশপাড়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে। তবে জসিম বন্দর এলাকায় চায়ের দোকান করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, বেলা ২টার দিকে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দেয়া এক ব্যক্তিকে হাসপাতালে আনে স্বজনেরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. মনির বলেন, আমার ভাই মাঝেমধ্যে নেশা করতেন। আজ দুপুরে ছেলেকে সিগারেট আনতে পাঠিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।