নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী এসএস পাওয়ার প্লান্টে শ্রমিক পুলিশ সংঘর্ষে নিহত ও আহতদের আর্থিক সহায়তা আজ প্রদান করা হয়। শ্রম ও কর্মসংস্হান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউণ্ডেশান এই আথিক অনুদানের যোগান দেন। জেলা প্রশাসকের কনফারেন্স হলে দুপুর সাড়ে বারটায় চট্টগ্রামের ৭ ব্যাক্তিকে আথিক সহায়তার চেক তুলে দেয়া হয়।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান । অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি সভাপতিত্ব করেন। সুচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
জানা গেছে, নিহত শ্রমিক প্রতিজন ২ লাখ আর আহত শ্রমিক প্রতিজন ৫০ হাজার টাকা এককালীন আথিক অনুদান পেয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিনিয়র সহকারী কমিশনারবৃন্দ, ক্ষতিগ্রস্হ পরিবার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্হিত ছিলেন।