আবদুল মান্নান
আনোয়ারা থানাধীন চাতরী বেলচুড়ায় উম্মে সালমা আঁখি (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। আঁখি ওই এলাকার মোহাম্মদ ছৈয়দ (প্রকাশ সৈয়দ আলী) মেয়ে । জানা গেছে,তারা পাঁচ বোন এক ভাই।বোনদের মধ্যে সবার ছোট।স্হানীয় আবু বকর ছিদ্দিক( রাঃ) সুন্নিয়া দাখিল মাদরাসায় ২০২১ সালের দাখিল পরীক্ষার্থী। মোবাইল ফোনে কথা বলা নিয়ে বড় বোন লাখির সাথে ঝগড়ার এক পর্যায়ে মোবাইল ফোন কেড়ে নেওয়ায়, অভিমান করে বিষপান করে।শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সকাল ৮ টায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্হা বেগতিক দেখে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছাঁ মাত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে জানা যায়।আনোয়ারা থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যা ৬ টায় এসে আলামত স্বরূপ বিষপানের বোতল জব্দ করে নিয়ে যায়।