গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (১৮) নামে এক ছাত্রী। রোববার ১৬ মে বিকেলে আকবরশাহ থানাধীন ইস্পাহানি রেল গেট এলাকার জনতা কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত ফারিয়া আক্তার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পাংখার এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। সে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
ফারিয়া আক্তারের বাবা মনির হোসেন জানান, ফারিয়া কি কারণে আত্মহত্যা করছে বলতে পারছি না। দুপুরে স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছে আমাদের সঙ্গে। নানুর ঘরে গিয়ে নানুর সঙ্গে শুয়েছিল। নানু ঘুমিয়ে যাওয়ার পর পাশের রুমে গিয়ে সিলিং ফানের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। এ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক ছাত্রীকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।