বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর এক জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি চেয়ারম্যান তাজউদ্দিন সিকান্দারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায় ঈদের ছুটিতে বাহরাইনে স্থানীয় সমুদ্র সৈকত জল্লক বেড়াতে আসেন তারা । শনিবার সমুদ্র সৈকত থেকে, তাদের গন্তব্য রাজধানী অভিমুখে আসার সময় অপর একটি দ্রুতগামী কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয়। নিহত দুজনের লাশের পরিচয় পাওয়া গিয়েছে।
একজন হলেন শরীয়তপুর জাজিরা উপজেলার দক্ষিণ ডবল দিয়া কাজি কান্দি গ্রামের সুজন মাতব্বর পিতা মুজিবর রহমান মাতব্বর।আরেক জনের হল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের কে এম রুহুল রাব্বি।তার পিতা রাকিব উদ্দিন।অপর আরেকজন পরিচয় পাওয়া যায়নি, পরিচয় শনাক্তের চেষ্টা চলতেছে,এবং অপর আরেক জনকে গুরুতর আহত অবস্থায় বাহরাইন BDF সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।