ভারতের আসাম রাজ্যে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে।স্থানীয় বন কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বজ্রপাতের কারণে প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। গত বুধবার ১২ মে রাজ্যের নওগাঁ জেলার কাথিয়াটোলি রেঞ্জে এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ওইদিন রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় ব্যাপক বজ্রপাত হচ্ছিলো।