জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের ওপর ইহুদীবাদী ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী, সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ আব্দুল কাইয়ুম যশোরী ও অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, মহানগর সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি এক যুক্ত বিবৃতি দিয়েছেন।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লীদের ওপর ইহুদীবাদী ইসরায়েলীদের বর্বরোচিত হামলায় প্রায় ২০০ মুসল্লীকে আহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলী নির্যাতন বন্ধ ও দখলদারিত্বের অবসানের দাবি জানাই। পবিত্র জুমাতুল বিদার রাতে নামাজরত মুসল্লীদের ওপর হামলা বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। বিশ্ব মুসলিম ও মানবতাবাদীদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আহতদের আরোগ্য কামনা করছি।