টেলিফোন বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভূটানের প্রধানমন্ত্রী ডাঃ লোটে শেরিং। ১১ মে, মঙ্গলবার, বিদ্যমান কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই নেতা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এই বৈঠকে বিশ্বে চলমান কোভিড সঙ্কট এবং তা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন দুই প্রধানমন্ত্রী।
ফোনালাপে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ভূটানের প্রধানমন্ত্রী। এর প্রেক্ষিতে ভূটানের জনগণ এবং সরকারের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি মহামারী বিরোধী লড়াইয়ে ভূটানে সফল নেতৃত্ব প্রদান করায় ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এর ভূয়সী প্রশংসা করেন মোদী। পরবর্তীতে উক্ত বৈঠকের কথা উল্লেখ করে নিজের একাউন্ট থেকে একটি টুইটও করেন ভারতীয় প্রধানমন্ত্রী।
এছাড়াও, পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় এবং অব্যহত যোগাযোগের বিষয়ে আলোচনা করেন তাঁরা।