আয়কর ফাঁকি মামলায় দন্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) শহীদ উদ্দিন খানের কর্নেল পদবি বাতিল করা হয়েছে। তিনি লন্ডনে সপরিবারে বর্তমানে পলাতক রয়েছেন।
একই সঙ্গে তাকে ২০০৯ সালে বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর গ্রহণের যে আদেশ দেওয়া হয়েছিল, তাও বাতিল করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বাতিলাদেশ দেওয়া হয়েছে। শহীদ উদ্দিন খানের বিরুদ্ধে প্রবাসে পলাতক থাকা অবস্থায় রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।