পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা মহাসচিব মহাসচিব কাজী আবুল খায়ের নির্বাহী সভাপতি আবদুল আজিজ হাওলাদার স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান এক যুক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ইদ উল ফিতর উপলক্ষে আমরা আশা করি বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মাহ অতীতের সকল গ্লানি ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে একসাথে চলবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। মহান আল্লাহর দরবারে মোনাজাত করি আমাদের যেন মহামারী করোনা থেকে শীঘ্রই মুক্তি দেন। দেশের বিত্তবানদের প্রতি আহবান জানাই আপনাদের আশেপাশে অসহায় দরিদ্রদের সহযোগিতা করে তাদেরও ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ দিন।