দিল্লিতে চলমান লকডাউনের মেয়াদ আরো একসপ্তাহ বাড়িয়েছে কেজরিওয়াল সরকার।আজ রবিবার (৯ মে) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আগামী ১৭ মে ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে লকডাউনের বিধিনিষেধ। প্রতিবেদনে বলা হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, করোনা সংক্রমণ সামান্য কমেছে। লকডাউন সম্প্রসারণের অর্থ শহরের সুরক্ষা নিশ্চিত করা। সংক্রমণের হার কমলেও লকডাউন বাড়াতে হবে।
মধ্য এপ্রিলে করোনা পজিটিভি হওয়ার রেট ছিল ৩৫ শতাংশ। এখন এটা ২৩ শতাংশে নেমেছে। তবে ডাক্তাররা বলছেন, এই হার খুবই উচ্চ। করোনার চেইন অফ ট্রান্সমিশন ভাঙতে হবে। বৃদ্ধিকৃত সময়সীমার ফলে এই সপ্তাহটি লকডাউনের চতুর্থ সপ্তাহ হবে।
কেজরিওয়াল বলেন, আমাদের চিকিৎসা পরি কাঠামোকে উন্নত করতে লকডাউনের সময়কে ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় অক্সিজেন বেডের সংখ্যা বাড়ানোর কাজ করা হয়েছে। দিল্লিতে অক্সিজেনের পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা এখন হাসপাতাল থেকে জরুরি বার্তা বা আতঙ্কিত হয়ে ফোন পাচ্ছি না।
এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ২২ লক্ষ ৯৬ হাজার ৪১৪ জন। পাশাপাশি এ ভাইরাসে দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ২ লাখ ৪২ হাজার ৩৬২ জন।