বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের উদ্যোগে গত ৬ মে বৃহস্পতিবার রাতে নগরীর অলি গলিতে রান্না করা সেহেরী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক ড. মাওলানা মতিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন নিজামী, সহ-সাংগঠনিক মুহাম্মদ আলমগীর বঈদী, যুবসেনা নগর দক্ষিণ সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীন, অর্থ সম্পাদক এস এম শাহজাহান বাদশা, এ.টি.এম আবু তৈয়্যব চৌধুরী, নগর দক্ষিণ ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আমির হোসেন, কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ আসিফুর রহমান, মঈনুদ্দিন মোর্শেদ, আমির হোসেন সোহেল, নাঈমুল হক, সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, সোহেল রেজা প্রমুখ।
বিতরণকালে আলমগীর বঈদী বলেন, মানুষের জন্য মানুষ হয়ে কাজ করতে পারার মধ্যে আনন্দ নিহিত থাকে। পবিত্র রমজান মাসে মানুষের হক টুকু আদায়ের চেষ্টায় ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ সম্মিলিতভাবে প্রচেষ্টা করছে। পথে পথে অসহায় দুস্থ রোজাদারকে খাবার (সেহেরি) ব্যবস্থা করার মাধ্যমে তাঁরাও শান্তিতে রোজা পালন করতে পারবে এবং ইবাদতের মাসে সকল শ্রেণীর ইবাদত পালনের মাধ্যমে আমরা এই বৈশিক মহামারী থেকে রক্ষা পাবো।