টানা ২২ দিন পর নগরে গণ পরিবহন চলাচল শুরু হয়েছে। তবে দুই সিটে একজন করে যাত্রী বসালেও দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনুমতি নেই এমন গাড়ীও চলছে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে। ব্যাটারী চালিত গাড়ী চলছে অহঃরহ। প্রতিটি গাড়ী থেকে টিআই এর নামে চাঁদা নেয়া হয়।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এক যাত্রী বলেন, গণ পরিবহন চলাচল করছে- এটি স্বস্তির বিষয়। তবে ৬০ শতাংশের জায়গায় দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে গণপরিবহন চালকরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
দীর্ঘ লকডাউনের পর গণপরিবহন খুলে দেওয়ার ফলে মানুষের যাতায়াতে সুবিধা হয়েছে। তবে প্রশাসনের উচিত, গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মানছে কিনা তা আরও বেশি তদারকি করা।
এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, গণপরিবহন চালু করা হলেও তা মনিটরিংয়ের জন্য মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন এবং অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।