একদিকে জ্বলছে শ্মশান, খোড়া হচ্ছে একের পর এক কবর। আর অন্যদিকে চলছে জাঁকজমকপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। দৈনিক আক্রান্তের গড় সংখ্যা ছুঁয়েছে তিন লাখে। মৃত্যুর সংখ্যাও নেহায়েত কম নয়, ৩ হাজারের ওপর মৃত্যু হচ্ছে নিয়মিত।
দেশের এমন পরিস্থিতিতে কেন আইপিএল? এই সময়ে আইপিএল বন্ধের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন করন এস ঠুকরাল নামের এক আইনজীবী।
আবেদনে লেখা হয়েছে, মানুষের স্বাস্থ্য অপেক্ষা আইপিএল’কে কেন অগ্রাধিকার দিচ্ছে। ওই আবেদনে আরও বলা হয়েছে, দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আইপিএল নয়, কোভিড-কেয়ার সেন্টার বানানোর। সবটুকু খবর পড়তে ক্লীক করুন