কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের প্রতি সংহতি ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন শ্রীলঙ্কান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে। শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৮ এপ্রিল, ২০২১, বুধবার, লঙ্কাপতি ভারতীয় প্রধানমন্ত্রীকে চিঠিটি দিয়েছেন বলে জানানো হয়। সবাইকে সঙ্গে নিয়ে দৃঢ় পদক্ষেপ এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যকরভাবে চলমান সঙ্কট কাটিয়ে উঠবেন বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করেছেন লঙ্কান রাষ্ট্রপতি।
ভারতীয় জনগণের মঙ্গল কামনায় লঙ্কান বৌদ্ধ ধর্মগুরুগণ শীঘ্রই “রত্না সূত্র” পাঠ করার পরিকল্পনা করছেন বলেও চিঠিতে জানিয়েছেন লঙ্কাপতি।
পাশাপাশি কোভিড সঙ্কট মোকাবেলায় ভারতের দেয়া ৫ লক্ষ ডোজ টিকা উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া। এটিকে ভারত-শ্রীলঙ্কার জনগণের ঐতিহাসিক সম্পর্কের মেলবন্ধন হিসেবে অভিহিত করেন তিনি।
কলম্বোয় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে উক্ত চিঠির জন্য লঙ্কান কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বন্ধুত্ব এবং সম্প্রীতির এই সম্পর্ক আরও উতকর্ষের দিকে ধাবিত করতে দু দেশই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তাঁরা।