জাতীয় স্বে”ছাসেবক পার্টি কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক এম আজগর আলীর পিতা বিশিষ্ট সমাজ সেবক ইউসুফ আলীর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিৃবতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতি দাতারা হলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মাহজাবীন মোরশেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ চৌধুরী মাসুদ, কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী, নগর জাপা সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, কোতোয়ালী থানা জাপা সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী, বাকলিয়া থানা জাপা সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদুল ইসলাম প্রমুখ।