জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন বলেন, দেশের মানুষ ভালো নেই। বিশেষ করে লকডাউনে গৃহবন্ধী শ্রমজীবী মানুষকে খাদ্য সংকটে আছে। কর্মহীন মানুষ দ্রব্য মূল্যের চরম উর্ধ্বগতির এই সময়ে চরম সংকটে আছে। এই সময়ে সরকারীভাবে শ্রমজীবিদের খাদ্য সহায়তা প্রদান করে তাদের পাশে দাড়াতে সরকারের প্রতি দাবী জানিয়ে তিনি অবিলম্বে স্বাস্থ বিধি মেনে সীমিত পরিসরে লকডাউন তুলে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি আজ ৩০ এপ্রিল বিকাল ৫ টায় কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সেলিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও মোটরযান শ্রমিক পার্টি নেতা মোখতার হোসেন হৃদয়ের পরিচালনায় চেরাগী রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজা, নগর মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক জাহানারা বেগম জুলি, আয়েশা বেগম, রেজিয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালী থানা তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম, শ্রমিক পার্টি নেতা মোঃ আলম, মোঃ জালাল, মোঃ কালাম, ইলিয়াস হাজারী, প্রদীপ দাশ, আব্দুল গফুর, অহিদুর রহমান, মোঃ জোবায়ের, আব্দুর রশিদ, মোঃ রুবেল, মোর্শেদ আলম প্রমুখ। সভা শেষে দেশ-জাতি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও সাবেক এমপি মাহজাবীন মোরশেদের সুস্বাস্থ্য কামনায় মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাসুদুর রহমান।