বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখ মাসজুড়ে করোনাকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে উপহার পৌছে দেবে শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা। তারই ধারাবাহিকতায় ঝাউতলা সেগুন বাগানস্থ বৃহন্নলা কলোনীতে বিভিন্ন ধরনের সবজি, খাদ্য সামগ্রী ও মৌসুমী ফল বৈশাখী উপহার হিসেবে পৌছে দিয়েছে পূর্বা। বৃহন্নলাদের গুরুমা গীতার হাতে উপহার সামগ্রী হস্তান্তর করেন পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বা’র সদস্য প্রকৌশলী জাফর ইকবাল জনি, আরিয়ান হোসেন মামুন, মোঃ খায়রুল ইসলাম, মোহাম্মদ জুয়েল, দীতি, রুপা, রানী, শবনম, নাসরীন প্রমুখ।