আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন সৌদি আরব মদিনা মনোয়ারা শাখার ব্যবস্থাপনায় পবিত্র বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার প্রবাসী মিলনায়তনে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমিন মদিনা-মনোয়ারা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আইয়ুব মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হান্নান মুসাফির। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আজগর আলী, গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন রেজভী, মোহাম্মদ মোরশেদ, গাজী মো. আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুস সবুর, মোহাম্মদ আনোয়ার ইসলাম, কামরুল ইসলাম, সৈয়্যদ মুহাম্মদ মোরশেদ সহ মদিনা শরীফের সকল শুভাকাক্সক্ষী ও প্রবাসী বাঙ্গালী নেতৃবৃন্দ। আলোচনা সভায় বদরের যুদ্ধে শহীদের উসিলায় বিশ্বের সকল মুসলিম উম্মাহ ও প্রবাসীদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।