চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য ও মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেলের পক্ষ হতে দরিদ্রদের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান আজ ২৯ এপ্রিল, বেলা ১১ টায় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে তাঁর বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়। প্রায় দুইশত পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চসিক মহিলা ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেন গুপ্তা, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শরীফ আহমদ, ওয়ার্ড যুবলীগ ভাইস প্রেসিডেন্ট নুরুল আবসার, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী সেকান্দর আলী, মহানগর ছাত্রলীগ সদস্য ইফতেখার উদ্দিন বাবলু, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ রাজা প্রমুখ।