গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে বেশি মর্যাদা পাওয়া উচিত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারে ২৮ এপ্রিল সকালে ‘ভালোবাসার পোটলা’ পৌঁছে দেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, নাফিস স্টীলস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মুুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল। এ সময় তিনি বলেন, যারা গরিব ও সুবিধাবঞ্চিত দেশ ও সমাজে তাদেরই বেশি মর্যাদা পাওয়া উচিত। গরিবদের শ্রমে-ঘামে দেশ টিকে আছে। তাদের কারণে অর্থনীতি সচল থাকছে। তাই দরিদ্রদেরকে পেছনে ঠেলে দেয়ার সুযোগ নেই। করোনা মহামারীর মত দুর্যোগের সময়ে বিত্তবানদেরকে গরিব দুস্থ মানুষের জীবন যাত্রার উন্নয়নে দুই হস্তকে প্রসারিত করতে হবে। তিনি আরো বলেন, করোনা মহামারীর প্রকোপ আবারো দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। দিন
দিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়াছে। এ কঠিন সময়ে জাতিকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত মানবিক উদ্যোগ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ফয়সাল, মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।