সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের এক তরুনীকে ধর্ষন করেই মাত্র ৫ ঘন্টার ব্যবধানে ধর্ষক আটক হয়েছে। গত ২৫শে এপ্রিল রবিবার সকাল ১১টায় ধর্ষককে এক অভিযান পরিচালনা চালিয়ে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত ধর্ষক উপজেলার ঢেমশার ৭নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার অভয় বড়ুয়ার ছেলে কৌশিক বড়ুয়া (২১)। ধর্ষিত তরুনীর পারিবারিক সুত্রে জানা যায়, ঢেমশা এলাকার ধর্ষিত তরুনীর পিতা খুব বেশী অসুস্থ হলে তরুনীর মা সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কাজে যায়। তখন ওই তরুনী নিজ বাড়িতে একাই অবস্থান করছিলো সেই খবরটি স্থানীয় বখাটে ধর্ষক কৌশিক বড়ুয়া জানে।সেই সুযোগ কাজে লাগিয়ে গত ২৪ শে এপ্রিল শনিবার রাত ১১টার দিকে তরুনীর বাড়িতে ঢুকে প্রাণে মেরে ফেলার ভয় লাগিয়ে সারা রাত ধর্ষন করে সকালে বেরিয়ে গেলেই সকাল ১১টার নাগাদ সাতকানিয়া থানা পুলিশ তাকে (ধর্ষক)কে সুকৌশলে গ্রেফতার করে। এ বিষয়ে সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া রহমান জিকু বলেন, গ্রেফতারকৃত ধর্ষক কৌশিকের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করা হয়েছে ।