২৪ এপ্রিল শনিবার চন্দনাইশ মোহাম্মদপুরে নির্মাণাধীন জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলুম মাদ্্রাসার জন্য আর্থিক অনুদান বাবদ ৪০ হাজার টাকা প্রদান করেন মরহুম রব্বত আলী-হাজী রাবেয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির সদস্য মুহাম্মদ ইলিয়াছ, উপজেলার অর্থ সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা করোনা টিমের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ, জোয়ারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানা, রাশেদুল ইসলাম, মুহাম্মদ মিজানুর রহমান সহ মাদ্রাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। অনুদান প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ অত্র অঞ্চলের সঠিক দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নির্মাণাধীন এই মাদ্রাসার কাজে সহযোগীতার হাত প্রসারিত করার জন্য বিত্তবান ব্যক্তিদের প্রতি আহবান জানান।